এক নিমিষেই ছন্দপতন
বন্ধ প্রাণের স্পন্দন।
সময় থাকতেই হউ হুশিয়ার
ভাই বন্ধু আপন জন।
ফন্দি ফিকির করে তুমি
সাজাও পরিকল্পনা।
এক নিমিষেই ভেস্তে যাবে
তোমারি আঁকা আলপনা।
তবুও কেন হয়নারে হুস
ওরে আজব মানুষগণ।
সময় যদি যায় ফুরিয়ে
ফিরে আসেনা কোন ক্ষণ।

জায়গা-জমি, ধন-সম্পদ
যেমন যেখানে তেমন রই।
মালিকানা হাত বদল হয়
ভবের লিলা বুঝা দায়।
আহার-বিশ্রাম,সুখ-দুঃখ
একটি বৃন্তের ধরা ফল
ক্ষণ জীবনে পাবে এ ফল
কম-বেশি যা আপনার লয়।
ক্ষণিকের তরে এসেছ ভবে
ভাবো তুমি নিরন্তর।
সাড়ে তিন হাত হয়তো পাবে
যদিও বা থাকে নসিবে।