ভিন দেশে চলছে খেলা,রোমাঞ্চিত দেশ
করোনা ভাইরাসে অচল সবি,
সচল গার্মেন্টস,সচল লকডাউন।
সংক্রমণ বাড়ছে অধিক হারে পিছিয়ে নেই মৃত্যু
রেকর্ড ভেঙ্গে রেকর্ড হচ্ছে,মৃত্যুপুরীতে দেশ।
আজব একখান দেশ আমাদের,আজব আজব মানুষ
নুন আন্তে পান্থা ফুরোয়,কি যায় আসে তাতে
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থনে করে মারামারি।

কাক ডাকা ভোরে, ঘুমের ঘোরে,
মনুষ্য জ্যামে,গাম জরিয়ে,ছুটে কারখানায়।
হাড় ভাঙ্গা খাটুনি খাটে ,সকাল অবধি রাত
সেই আজব সমর্থন করে ব্রাজিল-আর্জেন্টিনা ।
আজব মনে বাজি ধরে পুরো মাসের মাইনে  
সব হারিয়ে নি:শ্ব হয়ে,অন্ধকার,অন্ধকার চারিপাশ।

ক্ষুধার জ্বালা,অসুস্থ মা,পিতৃহীন দুই শিশু
রাস্তায় নামে ভ্যান নিয়ে,সংসারের লাগাম ধরে।
অনাহারি সন্তানের আকুলতায় অশ্রুসিক্ত পিতা
বস্তাভরে আনছে কাঁঠাল ময়লার ভাগার হতে।


আসছে সামনে ঈদের আমেজ
জবাই দিবে পশু,পিশাচ মনে উঁকি  দিচ্ছে
আমিত্ব নামক পশু।