শিক্ষিত আমি ,মহা আনন্দ বেশ !
পাস করেছি তাইতো হলো ,আসল কিংবা নকল!
শিক্ষিত হয়েছি আমি ,হয়নি সুশিক্ষিত
মিশি আমি সবার সাথে তারা কিন্তু আসল।
আমি জানি কূটকৌশল, হয়েছি তাইতো নেতা!
আমায় দিচ্ছে প্রণোদনা পদ লোভী আসল।
সমাজে তারা ঘুরে বেড়ায় সেবার মন্ত্র নিয়ে
মুখোশের আবরণে আস্ত একটা শয়তান!
মিটিং করি না ,সেবা করিনা, করিনাতো কিছু?
তাইতো সবাই, আমায় মানে ,আমি সবার নেতা!
শহর কিংবা গ্রাম বাংলায়, আছে সুদি ভদ্রজন!
আসলে তারা, করে তাবেদারী,হিরা ভেবে কাঁচের!
তাদের আছে অঢেল টাকা, অন্যের গোলামি করে
তাইতো তারা পোষ তে চাইছে নকলের মাঝে আসল।