শীতের মৌশম শুরু হলে,মেলা জমে ভালো
কতই নাম ধারণ করে, রকমারি ঝাঁকঝমক মেলা।
প্রতি বছর এ সময়ে,আসে সুসময়
গোঁপের মাঝে তৈল দিয়ে সব, করে আরাধনা।
প্রশাসন,হেতিনেতা সবাই সরব,আছে টাকার খেলা
ব্যবসাপাতি,চাঁদাবাজি চলে বেসুমার।
আরও আছে অনেক কিছু,বলতে শরম লাগে
অনায়াসে সবি আসে,ভালোই তো লাগে সব।
সাঁঝের বেলায়,যুবক-যুবতীর বাড়ে আনাগোনা
হাই ফ্যাশনের মুখোশ পড়া,পুরোটা কেবল ফাঁকা।
বেশভূষায় ধনীর দুলাল- দুলালী,ভাবখানা রাজা
পথের ভিখারির বকশিশ পছন্দ,অট্ট হাসি পাই।
আরেক শ্রেণী ভীষণ চালাক,কৌশলে হাত পাতে
অবৈধ বৈদ্যুতিক সংযোগে,লাভবান হয় নিজে।
সব কিছুই দেখে রে ভাই, প্রশাসন থাকে নিরব
ভাগ আসে প্রতি দিনে,মজা লুটে সবে।