চলে তোমায় যেতেই হবে।।
মাটির পিঞ্জিরা'য়।
আলো বাতাস নাইরে সেথা
আছে ঘন অন্ধকার।।
চাকচিক্যের মোহ টানে
থাক তুমি দিনমান।
ন্যায়-অন্যায়,নেই ভেদাভেদ
স্বপ্নে বিভোর লালসায়।।
ক্ষমতার দম্ভে তুমি।।
চোখ থাকিতেই অন্ধ।
পরের ধন করে লোপাট
গড়েছ রাজপ্রাসাদ ।।
ধন সম্পদের ভাবনা তোমায়
তাড়া করে সারাক্ষণ।
এক নিমিষেই নিঃস্ব হবে
যদি,প্রাণ ভোমরা চলে যায়।।
যার টানে ছুটতে তুমি
সবিই আছে আগের মতন
নাইরে তুমি নাইরে ধরায়
কর্মে তুমি বিস্মৃত।।