এসেছ একা যাবে একা
সঙ্গে কেউ তো নেই
সময় থাকতে হও হুশিয়ার
ওরে বন্ধু স্বজন।
আসলে তুমি খালি হাতে
যাবে খালি হাতে
লোভ-লালসা,ধান্দা-ফিকির
কিছুই যাবে নারে।
কিসের মোহে ছুটেছ তুমি
ওরে আপনভোলা
এক নিমিষেই সাঙ্গ হবে
এ পৃথিবীর মায়া।
পাপ-পূণ্য করেছো তুমি
সবিই তোমার নিজের
কিসের নেশায় করলে তুমি
পরের টাকা কামাই।
মৃত্যুর পরে গুঞ্জন ওঠবে
তুমি ছিলে কেমন?
বন্ধু-বান্ধব রইবে নাতো
তোমার লাশের পাশে।
হারাম অর্জন সবি থাকবে-এ ধরা ধামে
ভাগ্য তোমার সহায় হলেই
পাবে হয়তো আপন ঠিকানা
নয়তো বেশি তিনের অধিক
সাদা কাপড় ও শক্ত মাটির বিছানা।