দিবা স্বপ্নে আছো ঘুমিয়ে, সময় যে বড্ড অল্প
বন্ধ কর অন্যায় অনাচার ,সময় কি পাবে আর?
কিসের নেশায় মত্ত তুমি,জান কি তাহার কিছু?
ধন –সম্পদ ,ঐশ্বর্য ,ক্ষমতা চিরকাল নাহি রয়।
ক্ষীণ আলোয় আশার প্রদীপ তোমার পানে চায়।
ধন–সম্পদ,ঐশ্বর্য ভরপুর কারুণের, সাথে দাম্ভিকতা!
ফেরাউনের সাথে দহরম মহরম, বিশাল ক্ষমতার বহর।
পরাক্রমশালী মহান প্রভু প্রত্যক্ষ করলেন সবি-
ঐশ্বর্য ,ক্ষমতা বিলীন হলো,ভূগর্ভের অতলে কারুণ!
চরম ঔদ্ধত্বের চির অবসান,কালের গর্ভে কারুণ।
মৃত্যু ক্ষণে আসিবে ফেরেস্তা, জানান দিবে তোমায়-
পাপ –পুণ্য, নিত্য আহার্য-ব্যবহার্য, তোমার তরে শূন্য।
শূন্য আঁখি তে তাকিয়ে থাকিবে,দেখিবে চারিপাশ-
মিছে দুনিয়া তোর মোহে করছি ,এতটা সময় পার?
ঐশ্বর্য,সম্পদ মোর কিছু নয়,এ কেবল মরীচিকা
শুধু মরীচিকাময়।