বাক স্বাধীনতা সে তো অচিন পাখি
বলতেই তো পারি না কিছুই
সবকিছুই তে খুঁজি কেবল
ফ্যাসিস্টদের আত্ম ছায়া।
আত্ম অহামিকায় অহংবোধে
ধরাকে সরা জ্ঞান
ক্ষমতার মসনদ ভেঙে পড়ল
ছাত্র-জনতারই জনরোষ।
আশার আলো'য় বিভোর ছিলাম
নূতন দিনের স্বপ্নে
ধ্বংসাত্মক বিভীষিকা হত্যাযজ্ঞ
অঙ্কুরে বিনষ্ট,পরিনত হলো দুঃস্বপ্নে।
ক্ষীণ আশায় স্বপ্ন বুননে শিহরিত আমি
ক্ষণে ক্ষণে আশার প্রদীপ যাচ্ছে নিভিয়ে
শিক্ষণ হয়নি একটু মোদের অতীত সাক্ষী আছে
আশা দুরাশার বেড়াজালে নিঃস্ব মানবতা।
আজকে যারা মসনদে আসীন,অহংবোধে ভোগেন
ফ্যাসিস্টদের প্রেতাত্মা ভর করেছে গাঢ়ে।
এইতো সেদিন কয়দিন আগে ছিল রাজপথে
ক্ষমতার দমবে তাঁরা এখন আত্মহারা।
প্রতি হিংসার অগ্নি দহন চলছে অবিরত
নিয়ম-নীতি নম্রতা-ভদ্রতা ভীষণ অধরা।
জীবন যুদ্ধে অতিষ্ঠ হয়ে হলেন সংগ্রামী
নামি-দামি গাড়ি হাঁকেন প্রশ্ন থেকে যায়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,শোষিত জনগণ
দেখার জন্য নেই তো রে কেউ,সবাই যেন রাজা
বিশৃঙ্খলা,অনিয়ম ও জোরজুলুম নিত্য সহচর
এসব এ সহ্য হয়না, নিভৃতে কাঁধে মানবতা।