ঈদ এলোরে, ঈদ এলোরে ,এলো খুশির ঈদ
ঐ আকাশে ওঠেছে চাঁদ, হবে আনন্দেরই ঈদ।
দূর হবে সব হিংসা বিদ্বেষ, থাকব একসাথে
পরস্পরের সাথী হব,থাকব সুখে দু:খে।
ঈদ এলোরে, ঈদ এলোরে, এলো খুশির ঈদ
নূতন আলোয় আলোকিত ভোরের রাঙা প্রভাত।
ধনী গরীব নেই ভেদাভেদ থাকব পাশাপাশি
পরস্পরে জয় করিব বিশ্ব মানবতার ।
ঈদ এলোরে,ঈদ এলোরে, এলো খুশির ঈদ
ছোট বড় সবাই মিলে যাব ঈদগাহে।
পড়ব সবাই ঈদের নামাজ কাতারে কাতারে
বিশ্ব উম্মাহ শামিল হবে প্রভুর দরবারে।
ঈদ এলোরে, ঈদ এলোরে, এলো খুশির ঈদ
নবীন প্রবীন সবাই মিলে থাকব আনন্দে।
নবীন-প্রবীনের বন্ধন খানি থাকুক চির অটুট
স্রষ্টার সান্নিধ্য মিলবে তবে ঈদের আনন্দে।