চারদিকে করোনা, ঘরের বাহির হবনা
থাকব সবাই নিরাপদ এ হোক মোদের প্রত্যয়।
বিশ্বশক্তি শক্তিহীন ভাবনা শুধু করোনা
পায়না ভেবে সমাধান তাইতো করে কোয়ারেন্টাইন।
করোনায় সংক্রমণ দেশ হতে দেশান্তর
বাড়ছে সংক্রমণ, মরছে মানুষ
নিজ বাসস্থানে স্বেচ্ছায় বন্ধি মানুষ!
অচল গোটা বিশ্ব।
পরাশক্তি আজ বাকরুদ্ধ!
অদৃশ্য এক ভাইরাস সাক্ষাৎ যমরাজ।
দিনকে দিন ধ্বংসের দ্বারপ্রান্তে মানব সভ্যতা
পরাশক্তি গুনছে প্রহর অদৃশ্য শক্তির
পেয়েছে স্বরূপ তোমার প্রভু,তুমিই নিরাকার।
আজকের বিশ্বে মুসলমানের রক্তে রঞ্জিত চারিপাশ
পক্ষপাতে দুষ্ট বিশ্ববিবেক আছে ঘুমিয়ে, করছে সময় পার।
নিষ্পাপ নির্যাতিত মানবকূলের আত্ম চিৎকার
পৌঁছায় তোমার আরশ।
আত্ম অহংকারী মানব ছারিয়াছে তোমার সহ্যেরসীমা
পাপের কলস পূর্ণ হয়েছে একেবারে পাক্কা ষোল আনা।
প্রভু যুগে যুগে করিয়াছ ধ্বংস, অনেক জনপদ
উম্মতের তরে করিলেন প্রার্থনা মৃত্যু পথযাত্রী নবী মুহাম্মদ।
তুলিয়া দু হাত করিলেন ক্রন্দন
তবে কি উম্মত হবে ধ্বংস তাদের পাপাচারে?
দিয়াছ আশ্বাস হবেনা সমূলে ধ্বংস
কিয়ামতের পূর্বে উম্মতে মুহাম্মদ।
তবে আজিকে মোদের রক্ষা কর প্রভু
কর নির্মূল কোভিড-১৯ করোনা, হে রব্বুল আলামীন।