বেলা শেষে বুঝলাম আমি।।
ভীষণ আমি অসহায়
কিসের মোহে ছিলাম তবে
সবি ছিল মায়াজাল।।

দুদিনের দুনিয়াতে।।
আপন বলে কেহ নাই
সবি মিছে সবি মিছে
পড়লে তুমি বিছানায়।

আপন আপন ভাবছো যাদের।।
সবাই কি আর আপন হয়?
তবে কেন যেতে হবে
তোমায় আমায় বৃদ্ধাশ্রম।

যৌবনের মধুর স্মৃতি।।
হবে হয়তো রোমন্থন
চোখের জলে সিক্ত হবে
ওরে অবুঝ ভোলা মন।

মিছে মায়ায় করলাম সংসার।।
মিছে  এ দুনিয়ায়
সবি শূন্য সবি শূন্য
পরপারের দুনিয়ায়।

কিসের ভরাই কর তবে।।
ওরে বেকুব মানবসব।
মাটির দেহ মাটি  হবে
দেহে  প্রাণ নাহি রয়।