সকালে ওঠে আপন মনে বসছি খোলা বারান্দায়
ক্ষণে ক্ষণে বইছে প্রভাতের হিমেল বাতাস-
আপন নৃত্যে দিচ্ছে দোলা আমার দেহ মনে
দেহ আমার তৃপ্ত হলো তারই পরশে।
পাখির কন্ঠে সুমিষ্ট গান,শুনছি বারংবার
তাকিয়ে রই তারই পানে,মুগ্ধতা ছড়ায় দেহ মনে
সূরের মূর্ছনা তুলে একটি শালিক
সঙ্গী কে করছে আহবান।
যান্ত্রিক জীবনে অভ্যস্ত মোরা,ছুটছি কেবল আপন মনে
অতৃপ্ত মনে তাকিয়ে থাকি কেবল ছুটির পানে
প্রকৃতির অমোঘ নিয়মে আবদ্ধ মোরা
কাটছে ছুটি বদ্ধ কুটিরে,জীবনটা দুর্বিষহ।
আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই থাকে আপন নিলয়
অতিথি আপ্যায়ন হয় না কারো,নেই তো সুখে দু:খে
মুঠোফোনে রাখে খবরাখবর,যে যার মতন
চার দেয়ালে বন্ধি সবাই,আমরাই যাযাবর।