স্মৃতির পটে আঁকছি আমি
আমার প্রিয়ার ছবি।
হারিয়ে যায় সেই ছবিতে
দিবা-নিশি আমি।
স্মৃতির পাতায় দৌল খেয়ে যায়
শৈশবের সেই স্মৃতির।
প্রহর গুনতাম তুমি প্রিয়া’র
মন কাড়ানো হাসির।
সেই হাসিতে আমার প্রিয়া
ভীষণ মায়াবী।
ঢাগর ঢাগর মায়াবী আঁখি
দেখতে কাজল কালো।
কাজল আঁখিতে আমার সর্বস্ব
গেল যে হারায়।
যায় চলে যাক সর্বস্ব আমার
হবো আমি নিঃস্ব।
এ জনমে থাক তুমি
আমার প্রেয়সী হয়ে।
প্রেম কাননে বুনেছি স্বপ্ন
তুমি প্রিয়াকে ঘিরে।
জানতে দেয়নি প্রিয়া,এই আমাকে
এ জনমের তরে।
করছি বরণ একাকীত্ব আর নিঃসঙ্গতা
তুমি প্রিয়ার তরে।
স্মৃতিতে আঁকা একটি ছবি
রাখব জনম ধরে।