#।
পিছনে তাকিয়ে ফিরে আসার নেই তো কোনো কারণ,
এজীবন তিক্ত ত্রি সীমানার বাহির,করবে না কেউ বারণ
জলে ডুবে ভেসে যাই যদি সমুদ্রের অতল গভীরে
সাহারা মরুভূমি নিয়ে রাখে যদি তার কেন্দ্র প্রহরে।
না আসার কারণে থাকবে না কেউ হয়ে আমার বিরহে।

পথ হারিয়ে যদি চলে যাই মেঠোপথের শেষ বিকেলে
আঁধার রাতে থাকার নেই কেউ অপেক্ষার দুয়ার খুলে,
আমি হারিয়ে যেতে চাই পথ ভোলা পাগলের বেশে
এলোচুলে নানান কূলে খুঁজে ডাকবেনা প্রিও হেসে।

আমি হারিয়ে যেতে চাই ডিঙ্গি নায়ে বৈঠা হাতে তেপান্তরে
বিকেলের শেষ রক্তিম আলো ছায়ায় ঢেউ গোনা প্রহরে।
হয়তো ছেলেধরার হাত ধরে চলে যাব অনন্তকাল বহুদূর
আমায় খুঁজে না পাক তোমাদের স্মৃতি আর না কেউ রোদ্দুর।