ঠোঁট কেটেছে আদরে
আদরের স্বাধ নোনতা
এক,দু ফোটাতো গড়াবেই
কেউ লিখবে গল্প,কেউ ডাইরি
কেউবা আলোচনার সাইরী।
তিতে,তবুও চাবাই চিরতা
খুবই জটিল বিষয় বস্তু
আমি লিখি কবিতা।।
বহু কালের সন্ধি বিচ্ছেদ
কালো কিংবা চাঁদনী রাত
যে সুরে বহে অস্থিরতা
আমি কবি, আমার কবিতা।।
জখম এখন হয়নি শুখানো
চাও বলে নোনতা স্বাধ
কাব্য আছে হবে শোধ
চাই মহাকাব্যের প্রতিরোধ।।
কেবলি ঠোঁট কেটেছে বাহিরে
কি-যে টান লেগেছে পুষ্পতে,
চিরুনির চিকণ পাড়ে ময়লা
আদরে চেনা পথে জমেনি শ্যাওলা ।।
চিরকুটের একটি লাইন তোমার
ভালোবাসার দুটি লাইন তোমার
এখনো মনে পড়ে চোখে
খাটের ঐ পায়া গেছে বেঁকে।।
হয়তো কবি , নয়তো পাতা
ডাকছি তোকে এই কবিতা,
গল্পটাকে ছোটো করে লিখছি তোমায়
ভালোবাসার আদোর আর নোনতা নয়
এখন তুমি পারো যেমন আগের ভয়।।
বইয়ের পাতা খুলছো যেমন একটি করে
ছিরছোনা , নাড়ছো তুমি একটি করে
কবির ঐ কবিতা একটি নারী
যে খেয়ালে হাটতো,উড়ছে শাড়ি।।
----------------- হাসান সাস্‌
                      ১৩.০৭.১৪