ঐ যে ছুটে যায় জ্বলন্ত আগুন
জ্বালিয়ে দেয় ঘুমন্ত শহর
জাগিয়ে দেয় হৃদয়ের মরুভূমি
মরীচিকার অসংখ্য বাহারে তুমি।
সাগরের বুকে উঠেছে ঝড়
জলের তোড়ে ভেসে যায় উত্তাল ঢেউ
খুলে নিয়ে যায় বুকের পাঁজর।
হাজার বছরের জমানো আকাশের সাদা শাড়ি
দুমড়ানো মুচড়ানো টর্নেডো শহর
আর আমার জন্য গড়া রক্তের ফোটা
ঝড়ে পড়ে অনন্ত কাল দু-চোখ বেয়ে।
নিঃশ্বাসে প্রাণ বিস ছিলোনা কোন কালে,
এখন উত্তপ্ত লাভার বুঁদ বুঁদ শব্দ মস্তিষ্কে
দাঁতে দাঁত খিটি মিট রক্ত চক্ষু লাল ,
নিশ্বাস তার দুরন্ত , বিধ-ঘুট তার বেসামাল।
বৃষ্টি ঝড়ে ছিলোনা কোন কালে ?
চোখ উলটানো স্মৃতি খোঁজা
কি-ই-বা হবে উঠে দাঁড়ানো ,
ধুল ধুল উরে যাওয়া বাতাসের বোঝা।
তবু ভুলে যায়,পাঁজরে তীর দিয়ে !
সব কিছু নিয়ে যায়,আবার নিজের করে,
বৃষ্টি রেখে যায় এ দুচোখ ভরে।
কি হবে ভেবে, চেয়ে থাকি আকাশ পানে
ঘুড়ি এবার উরে যায় আপন টানে ,
হয়তো , আবার কখনো হইবে বাঁধন
আবার সেই যে একা, নিজের ই আপন ।
-------------- ২৭/০৫/২০০৪