• তাহাকে বলে ছিলেম !!
কতো খানি  বাসবো ভালো ??
দিয়েছিলে অট্ট হাসি,সমুদ্রের ন্যায়।

• গোলাপের পাপড়ি তুমি
সুগন্ধি ফুল তুমি
দেহের এই ঘাম ঝরছে  
দেখাতে তোমায় ।

• অনেক দুরের দীর্ঘ পথে
হেঁটেছিলেম তোমায় ভেবে
বাহন খুঁজে পাইনি।
বৃষ্টির ঝড়ে ভিজে
রাতের কালো ছুঁয়ে
রোদের ঐ তাপ-দাহে,
পুড়ছিলাম অহর্নিশি ।

• শেষ বেলাতেও হয় নি দেখা
সম্মুখেও দেওনি দেখা।
আমি বারান্দার ঐ কোনে
চোখের জল ফেলেছি।।
পর্দার ঐ ভাঁজে
চোখ খুঁজে তাকে
হয়তো বুঝি
নূপুর উঠলো বেজে।

• এ নারী ,
তুমি প্রেম আমার
প্রত্যেক বসন্তই তোমাতে ,, ।।
ভালোবাসার প্রতিটা দিন
রজনীর প্রতিটা ঘুম ,
নিমগ্ন, নির্ঘুম ।।

• বিমগ্ন তুমি , বিমগ্নতা তোমাতে
চাইছো একা অন্ধকারে !!
নগ্ন প্রেমের আবাসন ।
তোমার তরে প্রেমের মূল্য
দিয়ে যাব চিরকাল।
22/07/14
www.facebook.com/hasan.sas.poetry