চলতে পারি সোজা হয়ে
ঘুমাতে পারি চোখ বুজে
ইচ্ছে হলে নাক ডাকি
শিয়ালের হাঁক ডাকি
মাঝ রাতে আলো জ্বেলে শৌচরে।
ভুতের ভয় করি
প্রভুর নাম ডাকি
তৃষ্ণায় পানি খাই ডুবিয়ে।
কাক ডাকা ভোর দেখি
আমার হল একি?
টানা,টানা আঁখি দুটি
ঘোরের টানে মেলে না।
সময়ে ঘড়ি দেখি
মাতাল চোখে বাঁকা দেখি
যক্ষের ধন দেখি
মাজন খুঁজে পাইনা।
শহরের কোলাহল
গোছলের গরম জল
দেহ মোটে ভেজে না।
অফিসের তোর জোর
নাস্তায় রুটি
সারাদিন ব্যস্ততায়
সারে পাঁচটায় ছুটি।
রাস্তায় কলো ধোয়া
ছায়াতে রোদ মাখা
বাসের অপেক্ষায়
বাসার আসা নয়টায় ।
কিস্তির টাকা দেওয়া
মাস শেষে ভারা দেওয়া
টেনশনে মাথা ধরা
দুশ্চিন্তায় ঘুম হারা।
এভাবেই প্রতিদিন
জীবনের চলা চলে
কাটছে অবহেলায় ।
----------১৮/০৭/১৪