এখন চাইলেই পারি ঘুমোতে
আর চাইলে পারি জাগতে
মা আর বলবেনা সহসা
সকাল হয়েছে উঠতে ।

আঠেরো করেছি পার
কলেজের বারান্দায়
স্বাধীনতার পথে দারিয়ে
সন্ধ্যা হবেনা আর।

মায়ের শাসনে প্রাইমারীতে
চোখ হয়ে যেত লাল
সন্ধ্যা বেলাতে ঘুমের ঘোরেতে
হয়ে যেতাম বেসামাল।
মায়ের বকুনি, আর লাঠির আদুরী
প্রতিদিনের বাধা রুটিন ।
সকাল বেলার আলসেমিতে
মারপিট প্রতিদিন।

কষ্ট পেতাম তখন ভেবে
সূর্য ঘুমায় সন্ধ্যায়,
সূর্য যখন পূব আকাশে
তখন কেন জাগায়।
আমায় তো দেয়নি শুতে
সন্ধ্যার প্রথম ভাগে
তবে কেন উঠতে হবে
সূর্য জাগার সাথে।

ভাবতাম তখন রেহাই পাবো
সেই দিনটির জন্য
ইচ্ছে মতো নিজের করে
আমার পৃথিবী গড়বো।
------------২৩/০৬/১৪