বাহীরে কেবল রুদ্র স্নান
বন্ধী সুখের যন্ত্রণা
অস্থি কেবল অন্ধকারের
গোপন মেরুর মন্ত্রণা।

ফুটছে মগজ, বইছে ঘাম
দেহ ললাট বহমান,
লাল গোলাপের দীর্ঘ পথে
রুদ্র স্নান ম্রিয়মাণ।

বৃক্ষ রাজি ঘুম ছুটেছে সন্ধ্যায়,
তাহার তলে আশ্রয়ে সংশয়
বয়না বাতাস, তাপ দাহে,
অদ্ভুত যত সংবাদে, খিস্তি রত
বৃষ্টির চেনা পথে সংযত
রুদ্র স্নান, তাপ দাহ, অনাবৃষ্টি অবিরত ।।
-----------------১৫/০৬/১৪