হে মানবতা তুমি আজ কোথায় হারিয়ে গেলে
সারা দুনিয়া জুড়ে খুঁজেও পাইনি তোমাকে।
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তুমি আজ কোথায়
লক্ষ কোটি জনতা আজ কাঁদছে করুন ব্যথায়।
হে মানবতা তুমি আজ কেন এত নিঃশ্চুপ
হসপিটালের মর্গে জমে আছে লাশের স্তুপ
মানুষ মরে পড়ে আছে ঘরের বিছানায়
মানুষ মরে পড়ে আছে বারান্দার কিনারায়
মানুষ মরে পড়ে আছে হসপিটালের খাটে
মুখে রুমাল দিয়ে মানুষ শত হাত দূরত্বে হাটে।
হে মানবতা, কেন আজই হলো তোমার বাকরুদ্ধ
শুদ্ধ বিচারে কেন আজ হলে তুমি পরাজয়,
ক্ষুধার্তের খাবার চুরি করছে, ওই পশুর দল
খাটের নিচে পাওয়া যায় হাজার তেলের বোতল।
হে মানবতা,প্রিয় জনের লাশের পাশে হয়না জায়গা কারো,
বস্তায় ভরে মাকে ফেলে দিয়ে গেলো জঙ্গলে,
বাবা- মা ফেলে দিল তার সন্তানকে।
স্ত্রী ছেড়ে দিচ্ছে তার প্রিয়তম ভালোবাসার স্বামীকে,
হে মানবতা তুমি কি দেখছো না মানুষরূপী রক্তচোষা,
সমাজ এদেরকেই সন্মান করে,মেনে চলে, দেখে তার বেশভূষা।
এক সিলিন্ডার অক্সিজেন তার লক্ষ টাকার বিল,
পশুবৃত্তে আর এ চরিত্রে নেইতো কোন অমিল।
হে মানবতা তুমি সারা দাও, তুমি সারা দাও সমগ্র মানবজাতির অন্তরে
দেও গো তুমি মানুষ করে,যে পথ হারিয়েছে অন্ধকারে,
হে মানবতা তুমি ফিরে এসো, ভালোবেসে নাও জড়িয়ে,
কষ্ট দুঃখ ক্লান্তি ভুলিয়ে আনন্দ দাও ভরিয়ে।