তাহার প্রেম না চাহি এখন আর মোর বক্ষে জুড়ে
মরুময় মরীচিকা তুমি হে অসুখে জড়ালে মোরে।
যাহা ছিল শান্তি ধরায়, এ জনমে জন্ম লয়ে,
তাহা বুঝি রইলোনা ছুটে,ভোগে নিলাম হয়ে।
অন্তরে রাখিবার ক্লেশ কেবলই নয়নী জানে
চক্ষু দুটি মোর দিয়েছেন তিনি তবু নোনা জলে
অশ্রু নাহি নিজের কারণে, অন্যের তরে ঝরে।
কি দোষে দোষী,কহিলাম তারে সর্বনাশী
মস্তক করে নত উচ্চিত,কালো চুলে সুভাষিনী।
এ ধরায় নইতো একা আমি,বহু লুকিয়েছে আঁচলে
নারীর এমন আচরণ, বহু মনে বিচরন বিছালে।