কে মানবে কার শর্ত,
রাস্তার মোড়ে আছে করোনা গর্ত।
আর্মি নেমেও হয়নি কোন সুফল,
বাঙালি রুখবার নয়,
জানেনা এর কুফল।
বাঙালি তো নজরুল ভক্ত -
থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে,
করোনাতো যায়না দেখা ভাবছি তাকে আনবো ডেকে।
বাঙালি তো মুজিব ভক্ত-
17 কোটি বাঙালিকে দাবাই রাখতে পারবে না।
কে মানবে কার শর্ত,
সীমিত পরিসরে মার্কেট নাকি খোলা,
গাধা পানি খায় করে নাকি ঘোলা।
বাঙালি কখনো মানে নি কারো কথা,
হোক যতই ভয়ঙ্কর বলছি করোনারি কথা,