মীরাকে প্রথম দেখেছিলাম
আগ্রাবাদের মোড়ে;
বাইসাইকেলে বসা!
সতর্ক অথচ মায়াবী চোখ,
বাতাসে উড়ন্ত চুল –
যেন রূপকথার রাজকুমারী!
নিজেকে হারিয়ে ফেলেছি –
মীরার সাইকেলের চাকার
প্রতিটি আবর্তনে!
ব্যস্ত রাজপথ, সিগনাল বাতি;
সব ভুলে গিয়েছি,
সময়কে থামিয়ে!
দৃপ্ত পায়ে প্যাডেল ঘুরিয়ে –
শুধু এগিয়ে যায়
মীরার সাইকেল!