অনেক কিছুই বলবার আছে আমার
তিলতিল করে গড়া পাহাড়সম স্বপ্নের গল্প
প্রাণবন্ত এক কিশোরের রঙিন প্রেমের গল্প
অথবা এক যুবকের স্বপ্ন ভাঙ্গার তীব্র আর্তনাদ।
কত কিছুই না বলবার ছিল আমার!
কিন্তু কিছুই বলতে দেয়া হয় নি,
কি হিংস্র ভাবে কেড়ে নেয়া হয়েছিল আমার কথা বলার অধিকার!
কতটা অসহায় ফিরিয়ে দেয়া হয়েছিল শূন্য হাতে!
নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তে বসেছিল
তোমার পারিবারিক আদালত !
কেড়ে নেয়া হয়েছিল আমার প্রবেশাধিকার ;আদালত পাড়ায়।
অথচ আমাকে করা হয়েছিল আসামী!
আমি চিৎকার করে অধিকার চাইতে গিয়েছিলাম
অথচ আমাকেই কি না করা হয়েছিল অবাঞ্ছিত!
আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই
দেয়া হয়েছিল অনির্ধারিত প্রহসনের রায়।
তোমাকে কেড়ে নেয়া হলো!
আমি চিৎকার করতে গেলে
আমাকে স্তব্ধ করে দেয়া হলো চিরতরে।
এরপর আমি বলতে গিয়েছি বহুবার
কিন্তু কিছুই বলতে পারি নি,কিংবা বলতে দেয়া হয় নি।
বলতে না পারার আক্ষেপ আমাকে কুকড়ে দিয়েছে বারবার
তবুও আমি কিছুই বলতে পারি নি।
আজও অনেক কিছুই বলবার আছে আমার
তবুও চাপা পড়ে যায় বুকের দু'ইঞ্চি গভীরে; ইচ্ছায় কিংবা অনিচ্ছায়!