ইশ্বরের কাছে যেদিন তোমাকে চেয়েছিলাম
সেদিন ই আমাকে পছন্দ নির্বাচন করতে হয়েছিল।
আমাকে বলা হয়েছিল -
'আমি আসলে কাকে চাই?
ভালবাসা? না তোমাকে?'
আমি নতমস্তকে ইশ্বরের কাছে তোমাকে বেছে নিয়েছিলাম।
ভেবেছিলাম, তুমি মানেই ভালবাসার জন্মস্থান
আমার কৈশোরের বেড়ে উঠা
আমার কুড়ি বছরের ভালবাসা,
আমার যৌবনের প্রেম
আমার পূর্ণবয়সের সুষম অধিকার।
তুমি মানেই ভাবনাহীন হাতে হাত রেখে
শেষ দিনে মাটিতে মিশে যাওয়া।
বিধাতার কাছে ঐশ্বর্য চাই নি
সুন্দর কোন মুহূর্ত চাই নি
আমি ভালবাসা চাই নি
চেয়েছি কেবল তোমাকে!
অথচ তোমাকে পাওয়ার পর
ভালবাসার পেছনে ছুটেছি চিরকাল!
ভুলে গিয়েছিলাম তোমার কৈশোর।
ভুলে গেলাম-
তোমারও হরিণীর মত উন্মুক্ত বিচরণে সময় কাটানোর স্বপ্ন আছে,
ভুলে গিয়েছিলাম তোমাকে বাঁচিয়ে রাখতে হলেও ভালবাসা দরকার।
তোমারও উষ্ণ পরশ দরকার,
তোমারও মাথার উপর ছাদ দরকার
হাতের উপর হাত দরকার।
আমি সর্বস্ব দিয়ে কেবল তোমাকে পেতে চাইলাম,
অথচ কোনদিন বুঝতেই পারলাম না
প্রত্যাশার চাপে অসহায় তুমি মিশে গেলে আকাশের নীলে!