আমি অভিমান তুলে নিই তোমার আঙিনা থেকে
প্রচন্ড ভালবেসে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি
তোমার সকল আবেগের হাতছানি।
মুক্তির আবেশে হরিণীর উন্মুক্ত বিচরণ তোমার
ইঞ্জেকশনের সূচের আড়ালে আমি মৃত্যুর দিন গুনি।
আমি অভিমান তুলে নিই তোমার আঙিনা থেকে
অনিশ্চয়তায় তুমি যখন নিরবে পালাও এই বিষন্ন শহর চকচক নয়নে অপার ভ্রমণে আলোর নগর
আর আঁখিজলে একাকার হয় আমার কুঁড়েঘর।
আমার বিবাগী মনের অশ্রুতে তুমি পা ভিজাও আলতার রঙে
আর কষ্টরেখায় কলিজা কাটে আমার সারা রাত্রি জুড়ে!
আমি অভিমান তুলে নিই তোমার আঙিনা থেকে,
প্রচন্ড ভালবেসে ঘৃণায় প্রত্যাখ্যান করি
জীবনের যত স্বপ্নসাধ
ডাহুকের সাথে সুর মিলাই সারা রাত্রিজুড়ে,
হাসপাতালের চার দেয়ালে খুঁজে ফিরি বিদায় সংকেত।
আমি ভুলে যাই তোমার আহবান, আদরের হাতছানি
সরিয়ে নিই অভিমান তোমার আঙিনা থেকে
যখন চাঁদনী রাতে অন্ধকারের মুখোশ চেপে ধরে টুটি
টেনে হিঁচড়ে খুবলে খেতে চায় আমার অতীতেরা,
আর সাময়িক যন্ত্রণা ভেবে তুমি সাবধানে এড়িয়ে যাও আমার আঙিনা!
নীলিমা সদৃশ পাথর বুকে সিরিঞ্জে ক্ষতবিক্ষত হয় এ প্রাণ
অতীত ভুলের প্রায়শ্চিত্তে তখন নিজেরেই করি বলিদান।