বালিকা,
চলে এসো তোমার আয়নায় ধুলা জমার আগে
চলে এসো অনাদরে অবহেলায় নিষ্পেষিত হবার আগে।
সদা হাস্য বদন বিষন্ন হবার আগেই তুমি চলে এসো
পাঁজর ভেঙে কলিজা ছিঁড়ে যাবার আগে তুমি চলে এসো।
চলে এসো কাজলের কালি শুকিয়ে যাবার আগে
চলে এসো মধুময় স্মৃতি দুঃস্বপ্ন হবার আগে।
পুতুলের বিয়ে কারো অসহ্য হবার আগে তুমি চলে এসো
যতনে রাখা টিপের বক্স উঠানে ছুড়ে ফেলার আগে তুমি চলে এসো।
চলে এসো অভিমান ভরা আচরণ কারো কাছে ন্যাকামি মনে হবার আগে।
বালিকা,
তোমার যতনে রাখা নষ্ট হওয়া চুড়ি
রং উঠে ফ্যাকাশে হওয়া আংটি,
একপাশে ভেঙে অকেজো হওয়া ক্লিপ
জোড়া হারিয়ে বেজোড় হওয়া নুপুর
ছোট্টবেলার খেলার সরঞ্জাম; পুতুল
আর তোমার প্রচন্ড অভিমানের আবেগ
কারো কাছে অপ্রয়োজনীয় হবার আগেই
তুমি চলে এসো।
বলছি না তুমি ফিরবে পূর্ব কারো কাছে
বলছি না তুমি পড়ে থাকো অনাদরে।
তুমি ফিরে এসো তোমার সুখের নীড়ে
তুমি ফিরে এসো তোমার ভালবাসায়।।