জানো তো ইট পাথরের প্রকাণ্ড দালান
আমাকে মোহাবিষ্ট করতে পারে নি কোনদিন।
লাল নীল আলোর বর্ণচ্ছটা আমাকে
আন্দোলিত করতে পারে নি আজও।
বেখেয়ালি আমি বারবার ফিরে আসি
ছায়া নিবিড় সবুজের টানে।
আমি স্বপ্ন দেখি গাছগাছালি ঘেরা একটি
ছোট্ট টিনের ঘর
আমি স্বপ্ন দেখি একটি কৃষ্ণচূড়া গাছ
ফুলে ফুলে রক্তিম হয়ে স্বাগত জানাচ্ছে তোমায়।
সবুজ প্রাচীরে একটি ল্যাম্পপোস্ট
দাঁড়িয়ে আছে কুয়াশা ভেদ করে।
জ্যোৎস্নার রাতে আলো এসে ফিক
হেসে দিচ্ছে জানালায়
আর তুমি হাসছো চাঁদের প্রতিদ্বন্দ্বী হয়ে!