ওহে বীর,
তুমি পারিবে
কে বলে তুমি গেছ হারি,
ভুবন ছেদীয়া
গগন ভেদীয়া
উঠাইবে তরবারী ।
তুমি শক্তি
তুমি মুক্তি
সকলের তুমি শীর্ষে,
তুমি প্রতিবাদ
তুমি সংঘাত
বল কোথায় এমন বীর সে ?
তুমি হাহাকারে
তুমি অনাচারে
সঙ্গে থাকিবে সদা,
স্নেহ আশিস
বিষেরও বিষ
নীতি বিচারে উন্মত্ততা ।
তুমি দন্ডের তরে
যত দুরাচার
নিজ হাতে নেবে তুলি
তুমি নরকের সাজা
তুমি নর রজা
যাবে পাপি দের মায়া ভুলি ।
তুমি শান্তির বায়ু
তুমি পরমায়ু
কোরো দান শুভ বাণী,
শয়তান বেশি
দেশি বিদেশি
শেষ কোরো সবে আনি ।
তুমি দুর্জয়
তুমি নির্ভয়
তুমি চির রূপকথা
তুমি সময়ের
তুমি সমাজের
তুমি নয়কো অযথা ।
তুমি অভিজাতের
তুমি অভিমানের
তুমি রূপের গায়ে ছেঁকা
তুমি সমীরণে
তুমি কিরণে
শ্যামল প্রান্তে আঁকা ।
বল হে বীর
উন্নত মম শির
তোমাতে থেকনা বন্দি,
সকলের মাঝে
নব নব সাজে
মাতিও আপন ছন্দি ।
..
..
* First they ignore you, then they laugh at you, then they fight you, then you win.”
-Mahatma Gandhi