১
প্রভু নাইবা দিলে দেখা
সবার মাঝে নুতন সাজে
সবার মনে প্রানে
আমি পেয়েছি তোমায়
পৃথিবীর সুরে
শুনিয়াছি সব গানে ।
তুমি অনিমেশ অধর
গগনের শির
আঁধার অম্বরে মৃদু আলো
মনমাঝে শারির
শুক পাখি তুমি
আমায় বাসিলে ভালো ।
তুমি মরু দেশে রহ
দুর্বার বেগে বহ
লয়ে উত্তাপ বালু কনা
সেই শুভ ক্ষনে
স্পর্শে এ প্রাণে
লয়ে নিশ্চুপ আনমনা ।
তুমি মহা সিন্ধু
তৃণ শিরে বিন্দু
তব তৃষ্ণা চাতকের,
মধু বেশে ফুলে
নারী জাত কূলে
অমৃত নবজাতকের ।
কামদেব সাজে
মধুচন্দ্রিমা মাঝে
আপন লীলা খেলায়
তুমি প্রিয় তরে
ফুল দর্বারে
ফুটিলে শ্রেষ্ঠ মালায় ।
তুমি মণিহার
মুক্তের মালা
চন্দন ফুলো বাসে
এই যৌবন ধারা
মেলি বিরহ পাখা
ছড়ায় অনীল আকাশে ।