তোমার আমার একটু সাহস একটু প্রচেষ্টা,
বদলে দিতে পারে আমাদের সমাজ ব্যবস্থা।
আমরা আমাদের মতো করে
কেন ভাবতে পারি না দেশটা!
যোগ্য করে না গড়ে অযথা দোষারোপের চেষ্টা।
আমাদের একটু আত্মসমালোচনা
আত্মউপলব্ধি বদলে দিতে পারি দেশটা,
জাগ্রত করো বিবেক, দেশপ্রেম,মূল্যবোধ
আর নিশ্চিত করো জবাবদিহিতা।
তোমার আমার একটু উদ্যোগ একটু ভাবনা
বদলে দিতে পারে দেশটা,
এগিয়ে নিতে পারবে যদি থাকে চেষ্টা।
তোমার আমার একটি স্বপ্ন একটি আশা
বাস্তবে রূপ দিতে পারলে,
বাংলাদেশকে সমৃদ্ধি এনে দিতে পারবে,
মুক্তিযুদ্ধে যেমন সাহস যুগিয়ে ছিলে।
আমরা গড়তে পারবো আগামীর
নতুন ভবিষ্যৎ সবার প্রচেষ্টায়,
তোমার আমার একটু ভালোবাসা
দেশপ্রেম যদি থাকে কর্ম প্রচেষ্টায়।
(০৫ ফেব্রুয়ারি ২০১৮)