তুমি আছো মিশে সংগ্রাম চেতনা প্রেরণায়,
জাতির স্বার্থে জাতীয় ঐক্যে থাকতে একতায়।
মিথ্যা ষড়যন্ত্রের কূটচালে, তোমাকে পারি না ভুলতে;
শত্রুর মোকাবেলায় শক্তি তোমারই অনুপ্রেরণাতে।
তুমি আছো মিশে সারা বাংলাদেশের অস্তিত্বে,
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” আজ বাংলার ধমণীতে।
কোন দিন ভুলতে পারবে না তোমার অবদান,
বাঙালির হৃদয় জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি আছো মিশে অধিকার আদায়ের স্বাধীনতায়,
শিখিয়েছো, “রক্ত যখন দিয়েছি” স্বাধীনতা পাবো নিশ্চয়।
বাংলাকে জাগাতে তুমি তো নক্ষত্রজগতের আলোকবর্তিকা,
নির্যাতন-নীপিড়ন-শোষণের বিরুদ্ধে তুমি তো উজ্জ্বল শিখা।
তুমি মিশে আছো সাতই মার্চের স্বাধীনতার ডাকে,
ধানমণ্ডির বত্রিশ নম্বরে জনতা অশ্রুভরা চোখে দেখে!
বাংলাদেশকে তুমি বিশ্ব মানচিত্রে করেছো মহীয়ান,
শত্রুতা করে তবু অন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।