তুমি আছো রূপসী বাংলার হৃদয় জুড়ে,
পীচ ঢালা পথের জনকোলাহল ভীড়ে।
মেঠোপথে সোনালী বিকেলের রাখালী সুরে,
নদী বিধৌত পলিমাটির এ বঙ্গ নীড়ে।
তুমি আছো মিশে শাপলা ফোঁটা বিলে ঝিলে,
শিশির ভেজা হিমেল হাওয়ার শিউলি কাশফুলে।
শুভ্র গুচ্ছমেঘের গগণ মাতানো দিগন্ত নীলে,
তোমার বজ্রকণ্ঠস্বরে সারা বাংলা ওঠে দুলে।
তুমি আছো মিলে আশ্বিনের নবান্ন উৎসবে,
নোলেন গুড়ের মৌ মৌ গন্ধের সৌরভে।
সারা বাংলায় উড়া মায়াবী রূপে পতাকায়,
বাঙালি জাতীয়তাবাদের আদর্শ ভালোবাসায়।