পথ হারিয়ে ভুল পথে হাঁটছ বাঙালি!
বিবেক জাগ্রত করে দেশপ্রেমি হও সকলি।
ভালোবাসো মা-মাটি-মাতৃভাষাকে
সম্মান দেখাও আপন পতাকাকে।
জাতিভেদ, বর্ণভেদ, ধর্মান্ধতা ভুলে
সঠিক ইতিহাস জানো মনখুলে।
তবেই মুক্তির পথ পাবে জাতি,
বিবেক জাগিয়ে দূর করো ভীতি।
ভাবো, কোন পথে হাঁটছ, ফিরে এসো!
ভুল পথ ছেড়ে, বাংলার পতাকা তলে এসো।
এক হও! কাজ করো আপন কর্মক্ষেত্রে,
ভেদাভেদ ভুলে, ভুলপথ ছেড়ে একত্রে।
বিবেক জাগ্রত করে দেশপ্রেমি হও,
হিংসা-ঈর্ষা ভুলে মানবপ্রেমি হও।
তবেই বাঙালি পাবে মুক্তির পথ।
ভক্তিভরে শ্রদ্ধা করো মা-মাটি-মাতৃভাষাকে।
দেখবে দেশ-জাতি শ্রদ্ধা করবে তোমাকে।
(১১ নভেম্বর ২০১৩)