যাচ্ছিল দিন বেশ ভালো,
শনির দশায় কি যে হলো।
হঠাৎ এসে বলল শেষে,
কথা শুনে পাই নে দিশে।
শুনেই গেলাম মুখ বুজে,
ভাগ্য দোষে আপন কাজে।
কাজের মাঝে এমনি করে,
যাচ্ছিল দিন কর্ম করে।
সামান্য ভুলে শূন্যে তুলে,
দিলো ফেলে ভূ-তলে।