গল্প-গুজব আড্ডা দিয়ে
সময় নষ্ট কেনো করো,
বই পড়ো আর জ্ঞান বাড়াও
আপন ধর্মের জ্যোতি ছড়াও
কর্মের মাঝে ডুব দিয়ে
জীবনকে জয় করো।
দেখিয়ে দাও
জানিয়ে দাও
তোমার সফল কর্ম জীবন
বিশ্ব মাঝে ছড়িয়ে দাও আলোর ভূবন।
দেখবে তখন,
তুমিই অরুণ, তুমিই জ্যোতি
জগৎ জোড়া বিশ্বখ্যাতি।
তোমার ভেতর আছে প্রভা
রুখবে তোমার কেবা!
যদি জ্ঞানের শিখা বাড়িয়ে দাও
বিশ্বমাঝে আপন প্রতিভা ছড়িয়ে দাও,
তোমার আলোয় ভরবে ভূবন,
ছড়াবে জ্যোতি;
তোমার তখন জগৎ জোড়া বিশ্বখ্যাতি।
(০৬ মার্চ ২০১৮)