বিশ্ববিবেক খাঁচায় বন্ধি, সে তো বোবা অন্ধ;
বিশ্বমানবতা আজ পুরোপুরি নির্বাসিত
ক্ষমতাবান আর শক্তিমানেরা বেপরোয়া
কায়েমী স্বার্থের কাছে ন্যায় অন্যায় বোধ নেই,
নৈতিক চেতনা আজ প্রশ্নবিদ্ধ!
সাম্যবাদী বিপ্লব, ধ্রুপদী নগর সভ্যতা আজ কোথায়?
বিবেকের চেতনা কায়েমী স্বার্থের কাছে পদদলিত !
বিশ্ববিবেক চিন্তাশীল,
সত্যসন্ধানের প্রগতি ধারার রেনেসা
কূটকৌশলের কাছে ধরাশায়ী।
ক্ষুদ্র নৃগোষ্টি ক্রমাগত সভ্যতার সংকটে,
চিন্তা চেতনায় স্বদেশীয় আসতে হবে
শামুকের মতো গুটিয়ে রাখলে দূর্বলতার সুযোগে,
চিরকাল আদিবাসী করে রাখবে।
ওরা প্রগতি তথা মুক্তবুদ্ধি চর্চার পরিপন্থি,
ধর্মের বিরোধীতা আর নৈতিক বর্জিত মুক্তবুদ্ধি
চর্চাতো প্রগতিশীল নয়!
ব্যক্তি, গোষ্টি, জাতিকে আত্মশক্তিতে
হতে হবে আত্মবিশ্বাসী।
ইচ্ছাশক্তি, চিন্তাশক্তি, শ্রমশক্তির সম্মিলিত প্রচেষ্টায়
বিশ্ববিবেককে জাগাতে হবে,
ঋদ্ধিমান ও সম্প্রীতির দৃপ্ত শপথে।
আজ ধনিক-বনিক নির্বাচনতন্ত্রের কাছে
গণতন্ত্র ধরাশায়ী।
বিশ্ববিবেক আর বিশ্বমানবতা আজ
গভীর সংকটে নিপতিত।
(২৯ সেপ্টম্বর ২০১৭)