সহজাত প্রবৃত্তির তাড়না
    জগৎ সংসারে প্রাণিকূলের কর্মচেষ্টা
                         জীবনভর কর্ম সাধনা
ধ্যান-জ্ঞান সম্পদ ক্ষমতা সমৃদ্ধির  বাহেনা।
নিখুঁত নিয়মে চলে চন্দ্র-সূর্য
  শৃঙ্খলিত মানব সমাজ গড়ে তোলে,
প্রেমময় সুশ্রী সুন্দর ধরণী অপরূপ প্রকৃতি,
কুপ্রবৃত্তির তাড়নায় ধ্বংস করে গতিপ্রকৃতি।
আত্মকেন্দ্রিক ভোগলিপ্সা সংকীর্ণ প্রবণতা।
                বাঁধার সৃষ্টি করে প্রতি পদে,
জ্ঞান প্রজ্ঞা নৈতিক মূল্যবোধ দর্শণ
                   উত্তীর্ণ করে মনুষত্বলোক।
নীতি নৈতিকতা কাজের আত্মা।
      মানবতা আনে কাজের সততা
লোভ লালসা ভোগলিপ্সা আত্মকেন্দ্রিকতা
             জন্মদেয় স্বার্থপরতা দাম্ভিকতা।
লাভের সাধনা যদি কর্ম সাধনা ছাড়িয়ে যায়
                  কর্মফল তার বৈশিষ্ট্য হারায়।
বাস্তববাদী কিংবা ভাববাদী যে মতবাদই হোক
  কর্মফল সুদূর প্রসারি।
  কর্মের চেয়ে ফল বড় হলে
          সমাজে সৃষ্টি হয় বির্শঙ্খলা
প্রতিষ্ঠিত হয় অন্যায়ের প্রভূত্ব খেলা।
                 ভোগ লিপ্সা বেড়ে যায়
নৈতিকতার অবক্ষয়ে নীতি হয় অসহায়।
আত্মসমালোচনা বাদ দিয়ে অন্যের গীবত গায়
  ধার্মিক অধার্মিক সবাই।
সবাই যদি দায়িত্বের সাথে সৎকর্ম করি,
       বিশ্বসভায় সুনাম আসবে ভুরিভুরি।
     (রচনাকাল: ১২ জুলাই ২০১৯)