শস্যক্ষেত্রের আগাছাগুলো আজ
বিষবৃক্ষ হয়ে আশ্রয়দাতাকে তাড়াচ্ছে।
সামাজিক মূল্যবোধ গুলো আশ্রিতার কাছে খাবি খাচ্ছে।
জাতির কলঙ্ক বিষবৃক্ষকে উপড়ে ফেলতে হবে
উচ্চবিত্তের লাগাম টেনে ধরে
দুর্নীতিকে শক্ত হাতে দমন করে
যুব সমাজকে কারিগরি আর নৈতিক শিক্ষায় গড়ে তুলে,
দেশপ্রেম আর মাতৃভক্তি জাগিয়ে তুলতে পারলে
মুক্তির কথায় জয়গানের আদর্শে জাগবে দেশ।
এক হও বাঙালি, এক হও নীতি আদর্শে
একই পতাকা তলে স্লোগানে, ভেদাভেদ ভুলে।
অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলো,
সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলো
মুক্তির মানবতায় এগিয়ে চলো।
তবেই মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ,
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতির জঞ্জাল হবে শেষ।
নতুন ভবিষ্যৎ প্রজন্ম পাবে
সোনার বাংলার আদর্শ ঠিকানা,
ঋতুবৈচিত্রের সুজলা সুফলা মুক্তির বাংলাদেশ।
মুক্তচিন্তার, মুক্তির আদর্শে প্রগতির পথে
চলবে সোনার বাংলাদেশ।
(২৮অক্টোবর২০১১)