আমাদের মুক্তির কথা, মুক্তিলাভ বেদনার ইতিহাস!
পরাধীনতার গ্লানি থেকে স্বাধীন ভাবে বসবাস।
এই মুক্তি শব্দটির তাৎপর্য অসীম,
এই মুক্তি পরাধীনতার মুক্তি
সমাজের মুক্তি
অর্থনৈতিক মুক্তি
সর্বোপরি নিপীড়িন থেকে মুক্তি।
আর এই মুক্তি, মুক্ত মন মানষিকতার মুক্তি।
সত্ত্যিকার অর্থে একটি সমাজ মুক্ত তখনই
যখন মানুষ অন্ধকার পিছে ফেলে
দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলে আলোর দিকে।
দেশ পায় নিজস্ব ঠিকানা,
জাতি পায় ভরসা;
মানুষ পায় বাঁচার আশা।
আত্মবিশ্বাসী বাঙালি জাতি
পেয়েছিল সম্মুখে চলার গতি।
চলে ছিল সেই পথে --
বাঁধাহীন উচ্ছ্বাসে -- দৃৃঢ় প্রত্যয়ে ,
সোনার বাংলা গড়ার অঙ্গিকারে।