আজ উঁচু তলার মানুষ এলিট তথা উচ্চবিত্তরা,
টাকা পাচার করে বিদেশ ভূঁইয়ে থাকে তারা।
দিনের হিসাব কষে ডলার, ইউরো, পাউণ্ডে।
ওদের গুলশান, বনানীর আলিশান বাড়ি
নতুন নতুন মডেলের দামি গাড়ি
আতশবাজির মতো আলোর ঝলকানিতে
দিশেহারা জাতি।
এদের বাইরে আছে দেশপ্রেমিক মধ্যবিত্ত
দুঃসময়ে জাতিকে জাগিয়ে কাটায় ভীতি।
এরা সমাজে নিষ্পেষিত নিপীড়িত
দারিদ্র এদের নিচেয় টেনে ধরে
না পারে উচ্চবিত্তের সাথে মিশতে
না পারে নিম্নবিত্তের সাথে!
ক্রমেই সংকুচিত হচ্ছে মধ্যবিত্তরা
নিঃশেষ হচ্ছে মুক্তিযোদ্ধারা।
কী এক অদ্ভুত বীভৎস আঁধার
গ্রাস করছে আমাদের!
কোথায় আজ আমাদের জাতীয় আত্মত্যাগ!