সদ্য ফোঁটা পাপড়ি তুলে
                    ভরিয়ে দিলে নয়ন জলে,
সাগর দোলে
                 জোয়ার ভাটায় উঠছে ফুলে।
তোমার আশায় ভূবন জ্বলে
                    আপন ভূবন তারই ভুলে,
চির চেনা মানস মনে,
                     তারই সনে তারই সনে।
নিত্য কাজে মনের মাঝে
                 মন পড়ে রয় তারই মাঝে,
ভূবন ভরে সখ্য করে
                    আদর মাখা চুমায় ভরে।
একই সুরে ঘুরে ঘুরে
                পাপড়ি ছিটায় অঞ্জলি পুরে।
রূপ সাগরে ফুলের পরে
                                   নয়ন ভরে,
মনের কোনে হৃদয় জুড়ে
                 ভূবন ভরায় আকাশ ফুড়ে।
ফুল ফাগুনের নবীন পাতায়
চৈতী হাওয়ায় জ্যোৎস্না তারার পূর্ণিমায়।
বারোটি মাস নিত্য কাজে হৃদয় কোনে
                   সখ্য গড়ে তারই সনে।
(রচনা কাল: ২৮ জানুয়ারি ২০১৯)