শীত এসেছে
খেজুর গাছ হেসেছে,
গ্রাম বাংলা মেতেছে
শিশিরে ভিজেছে;
শিউলি-বকুল ঝরেছে
শীত এসেছে।
বাংলার প্রকৃতি কেঁপেছে
মিষ্টি রসে বাঙালি মেতেছে,
শীত বুড়ির কুয়াশায়
সকালের সোনালী আভায়।
টাটকা সবজীতে ভরে যায়
শিশির ভেজা বাংলায়।
শীত এসেছে
কুয়াশায় জড়িয়েছে,
বহুরূপী বাংলায়
শিশির ভেজা কুয়াশায়।
ভোরের সোনারোদ হেসেছে
কৃষক মাঠে ছুটছে,
শিশুরা বিদ্যালয়ের মাঠে
কর্মচারিরা অফিসে ছোটে।
বিকালে মটরশুটি মাঠে
দুষ্ট ছেলে মেয়েরা জোটে।
শীত এসেছে
কুয়াশায় ঢেকেছে,
শীত পীঠার উৎসব বসে
বাংলার গ্রাম শহর হাসে।
( ৩০ নভেম্বর ২০১০)