বৈষম্যহীন সমাজ অর্থনৈতিক মুক্তিই তার সমাধান,
স্বাধীনতার মুক্ত চেতনা সূর্যালোকের ন্যায় দেদীপ্যমান।
তোমার অদম্য মনোবল তোমাকে দিবে বীরের সম্মান,
ইতিহাস স্বরণ করবে তোমায়, তুমি হবে জাতির মহান।