মায়াভ্রমে মতিভ্রমে ডুবে,
        অমা অন্ধকারে কাটাও না রাত,
আশার আলো জ্বালিয়ে,
     স্বপ্ন দেখিয়ে আনতে হবে প্রভাত।
নিন্দুকেরা সমালোকরা করবে নিরাশ,
                   থেমে থেকো না তবু;
উদ্যম কর্মযজ্ঞে আলোর পথে
              চললে সহায় হবেন প্রভু।