প্রতিভার আলো খোঁজ আবিষ্কারের সংকল্পে,
পাল্টে দাও জীবন ধারা বিদ্বান-মনীষিদের গল্পে।
সময়ের প্রাণশক্তি জগতের আলো তারুণ্যের প্রতিভা,
আলোর পরশমণি তোমার মাঝে আছে, ছড়াও সে প্রভা।