কে ওখানে ? ফুল বাগানে দাঁড়িয়ে!
অন্ধকারে হাওয়ায় দুলছে,
ফুল ছুয়ে;
চৈত্রের এই সংক্রান্তির মিলনে,
কে ওখানে?
গত রাতে এসেছিল। পরীর মতো চুল।
তুলে নিয়ে গেছে সব ফুল!
পড়ন্ত বিকেলে হেলে দুলে ,
ফুল হাতে। একই গতিতে চলে।
কে ওখানে?
চৈত্র সংক্রান্তিতে খেজুর গাছে।
বিদায়ের সুরে, নতুনের উৎসবে।
ফুল হাতে সারা বাংলা ঘুরে ঘুরে।
কে ওখানে? উদাস সুরে,
বৈশাখী হাওয়ায় দোলে।
(১৪ এপ্রিল ২০১০)