তাই তো গণতন্ত্র হচ্ছে অর্থহীন!
পুরো দেশ-জাতি-সমাজ!
গুটিকতক নেতা, পাতিনেতা, উপনেতা,
ব্যক্তি বা গোষ্টির হাতে জিম্মি।
রাজনীতিতে এখন ব্যবসা ঢুকেছে,
তারা শোষণে আর ব্যবসায় ব্যস্ত।
দেশ-জাতির কথা তারা ভাবে না!
লোক দেখানো বক্তৃতা-বিবৃতিতে,
অথবা মিডিয়ার সামনে ত্রাণ বিতরণে ক্লান্ত!
দুর্ভাগ্য আমাদের
মাতৃভাষা-মাতৃভূমি-মাতৃত্বকেআমরা ভুলেগেছি।
তাইতো দেশ-সমাজ আজ অস্থির
মগজে পচন ধরেছে যুব সমাজের
সিগাটে থেকে ইয়াবা পথে
নতুন নতুন মাদকে আসক্ত হচ্ছে।
চাকরির আশায় বেকারত্বের অজুহাতে
হাত-পা গুটিয়ে বসে থাকি ভাগ্যকে দুষি।
দেশ-জাতির ভাবনাগুলো ভাবে ঐ
খেটে খাওয় মানুষ গুলো।
যাদের ভাবনার কথা
তারা ভোগ বিলাসে মত্ত থাকে দুবাই উৎসবে।
দুর্নীতির কাছে বারবার পরাজিত হই!
দেশ-জাতির ললাটে দুর্নীতির তিলক এঁকে দিই।
দুর্ভাগ্য আমাদের
স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশের সমাজের
সাম্প্রদায়িকতায় আঘাত হানছে ধর্মীয় লেবাসে
আমরা রক্ষা করতে পারিনি স্বাধীনতার
বীর সন্তানদের। যার
হুঙ্কারে কেঁপেছিল দেশ, জেগেছিল বাংলা।
দেশ-জাতির আদর্শ সন্তানদের
মর্যাদা দিতে জানি না! দুর্ভাগ্য আমাদের!
দুর্ভাগ্য আমাদের!
(০৫ ফেব্রæয়ারি ২০১২)