লিখি দেশ সেবা করি , দেশকে করি গতিশীল তবু
ভাগ্য দোষে শ্রমের কি ফল পাই প্রভু!
সেই কবে ! আশায় বুক বেঁধে এসেছিলাম কাজে,
জীবিকার সন্ধানে ভীরু ভীরু মনে,
দুরু দুরু বুকে ।
দাঁড়াতে হয় উঁচু মহলের সম্মুখে ------
সকাল দুপুর সন্ধ্যা রাত অবধি।
ভুল করে ওরা তারা
আর ভুলের মাশুল দিই আমরা।
অকারণে ক্ষণে ক্ষণে অযথাই অকথা কুকথা বলে।
শুধুই শাসন ভাষণ আদেশ, নাই কোন ফ্যাসিলিটি;
শাস্তি ছাড়া বোঝে না কিছু।
আমাদের কর্তাবাবুরা নেয় পিছু।
কথায় কথায় শাস্তি , কথা না শুনে আদেশ।
আজ অফিস করবে সন্ধ্যা অবধি
আগামীকাল সকাল সন্ধ্যা।
হায়রে আমাদের তোষামোদ প্রিয় কর্তবাবুরা!
ধিক্কার আজ তাদের, যারা অন্যের কথা শুনে !
নিজে না দেখে অন্যের কথায় বিচার করে।
আবার এমন অনেক কে দেখেছি,
দেখা মাত্রই সম্মানে দাঁড়িয়ে থেকেছি।
কি দোষে কার ভুলে !
এসেছি দেশপ্রেমি হয়ে দেশ সেবার কাজে!
আমি কাজ করি মাঠে ময়দানে সবার মাঝে।
অপমান ভুলি আপন কাজের মাঝে,
ক্ষণে ক্ষণে ভাবি আমি বড় অসহায়। ভাগ্যগুনে।
( ০৫ সেপ্টম্বর ২০১০)